প্রাথমিক শিক্ষার গুণগত মান শতভাগ নিশ্চিত করণের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম মন্ডল এর সার্বিক নির্দেশনায় সিরাজগঞ্জে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম। গত কয়েকদিনে সদর উপজেলার বিভিন্ন্য বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।
এদিকে ১৪ই ফেব্রুয়ারি, মঙ্গলবার মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মান সম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং শিক্ষকদের নিয়ে উঠান বৈঠক করেন। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকদের সাথে শিখন শেখানো কৌশল, মূল্যায়ন পদ্ধতি ও কৌশল এবং সামাজিক উদ্বুদ্ধকরণ বিভিন্ন কর্মসূচি নিয়ে মত বিনিময়সহ প্রতিটি শ্রেণি কক্ষে শিক্ষকদের পাঠদান পর্যবেক্ষণ করেন। বিদ্যালয়গুলো পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ সদর সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্কাস আলী।