স্টাফ রিপোর্টার : শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি-বুদ্ধির খেলা দাবা শিখি মানসিক স্বাস্থ্য ভালো রাখি-স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে স্কুল পর্যায়ে দাবা খেলা প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জেলা পুলিশ লাইনে কনস্টেবল শহিদ আলাউদ্দিন ড্রিল শেডে মার্কস্ অ্যকটিভ স্কুল দাবা চ্যাম্পস-২০২২ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার সিরাজগঞ্জ সার্কেল মো. জসিম উদ্দীন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মো. নূর আলম সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর থানার অফিসার ইনর্চাজ হুমায়ুন কবির, জেলা ক্রীড়া অফিসার মো. মাসুদ রানা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, সরকারি সালেহা স্কুলের প্রধান শিক্ষক মো. আফসার উদ্দিন, জেলা শিক্ষা অফিসের পরিদর্শক মো. রবিউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মো. নূর আলম সিদ্দিক বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোনও বিকল্প নেই। আমরা সিরাজগঞ্জ জেলার ৩৩ টি স্কুলের ছাত্র-ছাত্রীদেদের নিয়ে দাবা খেলা শুভ উদ্বোধন করলাম। খেলাধুলার পরিবেশের মাধ্যমে গুণগত ভালও মানের খেলোয়াড় তৈরি করা সম্ভব। এসময় তিনি আরও বলেন, জাতীয় মানের খেলোয়াড় হতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে। এজন্য সিরাজগঞ্জের প্রতিটি খেলোয়াড়কে মনোযোগী হতে হবে।
প্রধান অতিথি এসময় আরও বলেন, মাদকমুক্ত সমাজ ও বাল্য বিবাহ প্রতিরোধ করতে সমাজ ও সম্মানিত শিক্ষকসহ আমরা একসাথে কাজ করলে সুন্দর একটি পরিবেশ মাধ্যমে দেশ ও জাতির উন্নতি করা সম্ভব।