প্রতিদিন প্রতিবেদক: সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর স্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০২২ প্রথম পর্বে ৫ নং ও ৬ নং দলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ছিল – মোবাইল ফোনের অপব্যবহারে তরুণ সমাজ বিপথগামী।
গত রোববার, ১৬ অক্টোবর, সকাল সাড়ে দশটায় পৌরসভার হলরুমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয় মল্লিকা ছানাউল্লাহ আনছারী উচ্চ বিদ্যালয় ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ।
একই দিন বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয় সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ ও রাণীগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র (১) নুরুল হক, নির্বাহী প্রকৌশলী মো.আব্দুস ছালাম মিয়া, প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা, সমাজ উন্নয়ন কর্মকর্তা ও মডারেট হিসেবে ছিলেন, এস.এম. শাহ আলম।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, পৌরসভার প্রকৌশলী রবিউল কবীর, লাইসেন্স ইন্সপেক্টর আব্দুল হান্নান খান সহ অন্যান্য কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারি শিক্ষার্থীরা ।