“স্মার্ট হবে স্থানীয় সরকার,নিশ্চিত করবে সেবার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে বনার্ঢ্য র্যালি ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে জেলা প্রশাসন এর আয়োজনে স্থানীয় সরকার দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের কালেক্টরেট চত্বর থেকে বনার্ঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। এর আগে বেলুন উড়িয়ে বর্ণঢ়্য র্যালির উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানে সভাপতি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
পরে শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা প্রশাসকের কার্যালয় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপ-সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) গণপতি রায়, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুল রউফ মুক্তা, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, প্যানেল ১ মেয়র মো. নুরুল হক, এ্যাণ ও পূর্নবাসন কর্মকর্তা মো. আখতারুজ্জামান,ও সহকারী প্রকৌশলী পরিসংখ্যান অধিদপ্তরের কর্মকতা কামিল হাসান। এছাড়াও আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল ১ মেয়র মো. নুরুল হক, পৌর মহিলা কাউন্সিল রোমানা রেশমা, এলজিইডি সহকারী পরিচালক সৌরভ কুমার সাহা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা, সহ স্থানীয় সরকার বিভাগের সকল কমকর্তাবৃন্দ ও পৌরসভার সকলেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিসংখ্যান কর্মকতা দোলোয়ার হোসেন।