প্রযুক্তি

স্প্যামারদের ঠেকাতে ইউটিউবে তিন পরিবর্তন

ইউটিউব ব্যবহারকারীদের প্রতারিত করতে নানা কৌশল ব্যবহার করে থাকে স্প্যামাররা। সম্প্রতি ইউটিউবে স্প্যামারদের আনাগোনা বেড়েছে। তাদের ঠেকাতে বেশ কঠিন সময় পার করতে হচ্ছে ভিডিও দেখার এই প্ল্যাটফর্মের কর্তৃপক্ষকে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, এ বছরের শুরুতে এমকেবিএইচডি ও জ্যাকসেপটিসআই নামের জনপ্রিয় দুই কনটেন্ট নির্মাতা স্প্যামারদের কবলে পড়ে। তাদের চ্যানেলের মন্তব্যকারীদের জবাবে স্প্যামাররা নানা প্রলোভনযুক্ত মন্তব্য যুক্ত করে ফাঁদে ফেলার চেষ্টা চালায়। ইউটিউবের কাছে এ নিয়ে অভিযোগ দেওয়া হলে তারা এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানায়। এরই ধারাবাহিকতায় স্প্যামারদের ঠেকাতে বেশ কিছু পরিবর্তন আনার ঘোষণাও দেয় ইউটিউব।ভার্জ জানিয়েছে, ইউটিউবের নীতিমালায় নতুন তিনটি পরিবর্তন এসেছে। প্রথমটি হচ্ছে, সাবস্ক্রাইবার লুকানোর সুযোগ বন্ধ করা। এখন থেকে ইউটিউবের কোনো চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা লুকিয়ে রাখা যাবে না। সাধারণত স্প্যামাররা তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার লুকিয়ে রেখে ব্যবহারকারীদের ধোঁকা দেওয়ার চেষ্টা করে। কারণ, সাবস্ক্রাইবার দেখে ইউটিউব ব্যবহারকারীরা চ্যানেল সম্পর্কে ধারণা পেয়ে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button