পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সাধারন ক্রেতাদের মাঝে স্বল্প মূল্যে মাংস, দুধ, ডিম, ঘোল মাঠা বিক্রয় কার্যক্রমে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগ কৃতক আয়োজিত ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট-আরএমটিপি প্রকল্পের উন্নয়নকৃত উদ্যোক্তাদের উৎপাদিত মাংস ও দুগ্ধজাত পণ্য উক্ত বিক্রয় কার্যক্রমে প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে। বিভিন্ন সরকারি সেবা উন্নয়নমূলক কার্যক্রমের অংশীদার হিসাবে দেশে কর্মরত বেসরকারি বা সেবামূলক প্রতিষ্ঠান প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে তার-ই ধারাবাহিকতায় এনডিপি আরএমটিপি প্রকল্প জেলা প্রাণিসম্পদ বিভাগের সার্বিক সহযোগিতায় তার কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
২৫ মার্চ সোমবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদের উদ্যোগে বাজার ষ্টেশন চত্বরে বিক্রয় স্টল উদ্ভোদন ও পরিদর্শন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র-২ রিয়াদ রহমান, জেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি অফিসার-ডা. মো. শাহাবুদ্দিন, জেলা ট্রেনিং অফিসার-ডা. মো. হাবিবুর রহমান, প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার- ডা. রৌশনি আক্তার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার-ডা. মো. আলমগীর হোসেন এলডিডিপি প্রকল্পের প্রাণিসম্পদ কর্মকর্তা-ডা. সাইফুল ইসলাম, এলডিডিপি প্রকল্পের জেলা মনিটরিং অফিসার-মো. রাজু আহম্মেদ, চর অঞ্চলের প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা-ডা. মো. সোহেল, উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ ও এনডিপি আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক- মো. মাসুদ মন্ডল ও ভিসিএফ (লাইভষ্টক সার্ভিস) ডা. মো. গোলাম সারোয়ার।
এই বিক্রয় কার্যক্রম ঈদেও আগের দিন পর্যন্ত চলমান থাকবে। প্রতি লিটার দুধ-৭০ টাকা, ঘোল-৮০ টাকা, মাঠা ১০০ টাকা,ডিম ৯ টাকা (প্রতি পিচ), গরুর মাংস প্রতি কেজি-৬৫০ টাকা, খাসির মাংস-৯৫০ টাকা কেজি।
উল্লেখ্য যে, দেশের উন্নয়ন সহযোগী সংস্থা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল-ইফাদ ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহায়তায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট-আরএমটিপি -র আওতায় “নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন” উপ-প্রকল্প টি পাবনা ও সিরাজগঞ্জ জেলার ৬ টি উপজেলা( বেড়া, সাঁথিয়া ও সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া, কামারখন্দ ও বেলকুচি) ২৪ টি ইউনিয়নের ১১৫ টি গ্রামের ২৪০০০ গবাদি প্রাণি পালনকারী খামারি ও সংশ্লিষ্ঠ উদ্যোগের সাথে সম্পৃক্ত ১০০০ উদ্যোক্তা কে নিয়ে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে।
পরিবেশ দূষণ রোধ ও সংক্রামক রোগের প্রার্দুভাব হ্রাস করে ভোক্তাদের মাঝে নিরাপদ মাংস সরবরাহের লক্ষে প্রানীসম্পদ অধিদপ্তর ও রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট-আরএমটিপি প্রকল্পের কারিগরি ও আর্থিক সহযোগিতায় উদ্দোক্তার অবদানে মাংস প্রক্রিয়াকরণ প্লান্ট উন্নয়ন করা হয়েছে। অন্যদিকে স্বাস্থ্যবিধি বা সরকারি নিয়মনীতির অনুসরনপূর্বক সংশ্লিষ্ট উদ্যোক্তাদের দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বিপনণ কার্যক্রমের সাথে সম্পর্কিত পণ্যের বৈচিত্রায়ন, সনদায়ন, মোড়ক ও ব্র্যান্ড উন্নয়নপূর্বক উৎপাদিত পণ্যের সরবরাহ নেটওয়ার্ক শক্তিশালীকরণের মাধ্যমে বিক্রয় বৃদ্ধি করা। পবিত্র রমজান মাসে দ্রব্য মূল্যের বাজার নিয়ন্ত্রন ও নিরাপদ খাদ্য সাধারন ক্রেতাদের মাঝে পৌঁছে দেয়ার সরকারি উদ্যোগকে বাস্তবায়ন করতে সরকারের বিভিন্ন বিভাগ কাজ করে যাচ্ছে, তার-ই সহযোগি বা অংশীদার হিসাবে জেলা প্রাণিসম্পদ বিভাগের সাথে এনডিপি -আরএমটিপি প্রকল্প তার কার্যক্রম অব্যাহত রেখেছে।