সিরাজগঞ্জ

স্বাধীনতার ৫০ বছরে শহীদ স্মরণে সিরাজগঞ্জে জনউদ্যোগে স্মৃতিফলক

১৯৭১ সালের ১৮ মে মহান মুক্তিযুদ্ধে সিরাজগঞ্জের শিয়ালকোল এলাকায় গণহত্যা চালিয়ে ৭ জনসহ ওই ইউনিয়নে অন্তত ৬০ জন সাধারণ মানুষকে হত্যা করে পাকসেনা ও তার সহযোগিরা। স্থানীয় জনসাধারণ শহিদ স্মরণে সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির সহযোগিতায় একটি স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ নেয়। স্মৃতিফলক নির্মানে জনগণের অংশীদারিত্ব নিশ্চিত করতে স্থানীয় জনগণ ইতিমধ্যেই গণচাঁদায় ৪০ হাজার টাকা সংগ্রহ করে। উদ্যোক্তারা এব্যাপারে ইউনিয়নের প্রতিটি বাড়িতে যোগাযোগের জন্য উদ্যোগ নিয়েছে।

স্বাধীনতার ৫০ বছর পরে জনউদ্যোগে সিরাজগঞ্জের শিয়ালকোলে গণহত্যা স্মৃতিফলক নির্মাণের স্থান নির্বাচন করার জন্য সোমবার সকালে সিরাজগঞ্জ গণহত্যা অনুসন্ধান কমিটির পক্ষে থেকে জেলা প্রশাসককে পত্র দেওয়া হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহমদ পত্র দেন। এ বিষয়ে জেলা প্রশাসক সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

জেলা প্রশাসককে পত্র দেওয়ার সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, বীর মু্ক্িতযোদ্ধা জেল হোসেন, বাসদের কেন্দ্রীয় নেতা নব কুমার কর্মকার, শহিদুল ইসলাম মেম্বার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, আরমান আলী, সাইফুল ইসলাম সহ মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button