বেলকুচিসিরাজগঞ্জ

বেলকুচি স্বাস্থ্য-কমপ্লেক্সে মালি হলেন জরুরি বিভাগের ডাক্তার!

আব্দুর রাজ্জাক বাবু বেলকুচি সিরাজগঞ্জ: অনিয়মের মধ্যেই চলছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,নিয়মনীতি মানছে না ডাক্তার নার্স থেকে শুরু করে ৪র্থশ্রেনীর কর্মচারীরা।

প্রত্যেক ডাক্তারের কক্ষে রয়েছে দুই থেকে তিন জন করে কার্ড ধারী দালাল। হাসপাতালের জরুরি বিভাগে সেবা নিতে আসা রোগীদের কাটা ফাটা ড্রেছিং সেলাই থেকে শুরু করে সব ধরনের সেবা দিচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী নজরুল ইসলাম। প্রয়োজনীয় চিকিৎসক ও লোক বলের অভাবে নাকি এ সব ঘটনা ঘটছে।

উপজেলার প্রায় ৪ লাখ মানুষের জন্য গড়ে উঠা হাসপাতালটিতে নানা সমস্যায় রয়েছে।  হাসপাতালের মেশিন দীর্ঘ দিন যাবৎ অকেজো  হওয়ায় বাহিরে থেকে মোটা টাকা খরচ করে ইসিজি, এক্সরে ও গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হয় বলে জানা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায় সুইপার নজরুল সেবা নিতে আসা এক শিশুর কানের ক্ষত সেলাই করছেন। জানতে চাইলে তিনি বলেন দীর্ঘদিন যাবত এখানে কাজ করার সুবাদে এখান থেকে অভিজ্ঞতা হওয়ার ছোট বড় সব ধরনের সিলাই, ডেছিংএর কাজ করি। মুলত এখানে পরিছন্নতা কর্মী হিসাবে আমার কাজ, তবে জরুরি বিভাগে লোক-বলের অভাবের কারনে তিনি সেবা নিতে রোগীদের সেবা প্রদান করে থাকেন বলে জানান।

সেবা নিতে আাসা রোগীর স্বজনেরা বলছেন টাকা না দিলে আমাদের মত গরীব রোগীদের সেবা পাওয়া কঠিন। তবে ধনী প্রভাব শালীদের বিষয় না কি ভিন্ন।

আসলে এই নজরুল ইসলাম স্বাস্থ্য কমপ্লেক্সে কোন দায়িত্বে আছেন, তিনি জরুরি বিভাগে আসা রোগীদের সেবা প্রদানের অনুমতি কোথায় পেয়েছেন, জানতে চাইলে বিভাগের দায়িত্ব থাকা ডাক্তার ঐ বিষয়ে উত্তর না দিয়ে উত্তেজিত হয়ে বলেন স্যারকে জিজ্ঞেস করেন।

এ সব বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোফাখখারুল ইসলাম বলেন, জনবলের অভাবে কিছু অব্যবস্থাপনা রয়েছে,দ্রুত সেগুলো সমাধান হবে বলে জানান,সুইপারের বিষয় তিনি বলেন এরা অনেক সময় টুকটাক ডেছিংকরে,সিলাই করে, আর সাথে কিছু গাফলতি আছে,এগুলো দ্রুতই সমাধান হবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button