সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। গত সোমবার (১৫ মে) দুপুর ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে সিরাজগঞ্জ-২ (কামারখন্দ-সিরাজগঞ্জ সদর) আসনের জাতীয় সাংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভ্য়া স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা, উপজেলা চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সেলিম, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরনবী প্রধান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সুমনুল হক প্রমুখ।