কাজীপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুরের ২৫৯ জন বীর মুক্তিযোদ্ধার হাতে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড তুলে দেয়া হয়। এসময় ১৬৬ জন মৃত বীর মুক্তিযোদ্ধার সনদ তাঁদের পরিবারের হাতে তুলে দেয়া হয়।
সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার।
এতে ভার্চ্যুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। তিনি বলেন, ‘জাতীর শ্রেষ্ঠ সন্তানদেরকে বর্তমান সরকার ডিজিটাল স্মার্ট কার্ড বিতরণের মাধ্যমে সম্মানিত করেছেন। এই কার্ড ব্যবহার করে বীর মুক্তিযোদ্ধারা যেকোন ধরনের সেবা দ্রুত পাবেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেফাজ উদ্দিন মাস্টার, সাবেক কমান্ডার গাজী ইউনুস উদ্দিন প্রমুখ।