সিরাজগঞ্জ

স্মার্ট বাংলাদেশ বির্নিমানে নাগরিক জীবনে অব্যহত শিক্ষা অন্যতম গুরুত্বপূর্ন বিষয়: তোফাজ্জল হোসেন, উপপরিচালক, স্থানীয় সরকার

সিরাজগঞ্জে জেলা তথ্য অফিস ও জেলা প্রশাসনের উদ্যোগে ‘স্মার্ট বাংলাদেশ বির্নিমানে আমাদের করণীয়’শীর্ষক মতবিনিময় সভা অনুিষ্ঠত হয়।  মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন। তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন। এ লক্ষ্য বাস্তবায়নে ইতিমধ্যে টাস্ক ফোর্স কাজ শুরু করেছেন। তিনি বলেন বাংলাদেশে যে সংখ্যক  স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী নাগরিক আছে, পৃথিবীর অনেক দেশেই এপরিমান মোট জনসংখ্যাৃ নেই। তিনি তার বক্তব্যে আরও বলেন, প্রতি বছর দেশে এক বিপুল সংখ্যক শিক্ষিত নাগরিকের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে হয়।  এজন্য কারিগরি শিক্ষায় শিক্ষিত করে কাজে লাগাতে হবে। দরকার আমাদের দেশকে উন্নত দেশ, সমৃদ্ধির দেশে হিসেবে বির্নিমান। এজন্য দরকার দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা। কাজেই মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ ঘোষণা এখন সময়ের দাবি। ইতিমধ্যে স্মার্ট বাংলাদেশ এর জন্য টাস্ক ফোর্সের কার্যক্রম শুরু হয়েছে। উপপরিচালক এ সময় বলেন ঐতিহ্যের জেলা সিরাজগঞ্জকে প্রথম স্মার্ট জেলা হিসেবে রূপান্তরে সরকারি ও বেসরকারি প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, সুশিল সমাজ, গণমাধ্যম কর্মীসব শ্রেণি পেশার প্রতিনিধি ও জেলাবাসীকে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে আসতে হবে। এরজন্য নাগরিক সমাজের প্রত্যেকের ব্যক্তি জীবনে অব্যহত শিক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ন।

গতকাল বুধবার, ২২ ফেব্রুয়ারি, সকাল ১১.৩০ মিনিটের দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে  আয়োজিত মতবিনিম সভার সভাপতি অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রায়হান কবির  মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন। 

তিনি তার প্রতিপাদ্যের প্রারম্ভিকে তুলে ধরেন জাতির পিতার স্বপ্ন ছিল দারিদ্রমুক্ত বাংলাদেশের।  এরজন্য পরিকল্পিতভাবে অর্থনৈতিক, সামাজিক ন্যায় বিচার ও সমৃদ্ধির দেশে রূপান্তর করা। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে জাতি পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের কিছু অসাধারণ পরিকল্পনার কারণে ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে আমরা সফলতা অর্জন করেছি ।

প্রতিপাদ্যে উল্লেখ করা হয় ভিশন ২০৪১ নামে পরিচিত বাংলাদেশ সমৃদ্ধির পরিকল্পনা-২০২১-৪১ হলো আর একটি দীর্ঘ মেয়াদী উন্নয়ন পরিকল্পনা। যে পরিকল্পনায় লক্ষ্য বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশে রুপান্তর করা।

ডিজিটাল বাংলাদেশ অর্জনের শেষ পর্যায়ে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী গত বছর ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে দলের নেতা ও কর্মী তথা দেশবাসীর উদ্দেশ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে বির্নিমানের গুরুত্বপ্রদান করেন। প্রধানমন্ত্রীর  স্মার্ট বাংলাদেশ বির্নিমানের জন্য চিহ্নিত চার পিলার হলো স্মার্ট জনগন,  স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি ও  স্মার্ট সরকার।

প্রতিপাদ্য অনুযায়ী এই মৌলিক জার পিলার  এর জন্য প্রয়োজন ব্যয় সংকোচন পদক্ষেপ গ্রহণ, স্থায়ীত্বশীল পরিকল্পনা, প্রযুক্তিনির্ভর জ্ঞান এবং উদ্ভোধনী শক্তি ও বুদ্ধিমত্তা।

প্রতিপাদ্যে স্মার্ট বাংলাদেশ এর চার পিলার এর বিস্তারিত ব্যাখ্যা এবং এরজন্য নাগরিক সমাজ, জনপ্রতিনিধি, প্রশাসন ও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রশাসন, গণমাধ্যম কর্মী ও নাগরিক সমাজের লক্ষ্যমাত্রা অনুযায়ী  করণী এর বিস্তারিত তুলে ধরা হয়।

প্রতিপাদ্যে বলা হয়  মাঠ পর্যায়ে জেলাসমূহ সরকারের সুশাসন প্রতিষ্ঠায় মৌলিক ভুমিকা পালন করছে। সেঅর্থে স্মার্ট জেলা হলো স্মার্ট বাংলাদেশ রূপান্তরের  অন্যতম মৌলিক উপাদান। প্রতিপাদ্যে স্মার্ট বাংলাদেশ রূপান্তওে জেলা হিসেবে প্রথম সিরাজগঞ্জ জেলাকে স্মার্ট সিরাজগঞ্জ  হিসেবে বির্নিমানের উদ্দেশ্য, বৈশিষ্ট্য এবং করণীয় বিষয়ও তুলে ধরা হয়।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) মো. আদনান মুস্তাফিজ। মতবিনিময় সভায় অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পৌরসভার সন্মানিত মেয়র আব্দুর রউফ মুক্তা, সিরাজগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান রিয়াজউদ্দিন, বিসিক সিরাজগঞ্জ এর সহকারী মহাব্যবস্থাপক মো. রাশেদুর রহমান, কৃষি সম্প্রসারন বিভাগের উপপরিচালক এর প্রতিনিধি ও দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন।

মতবিনিময় সভা সঞ্চালনা করেন জেলা তথ্য কর্মকর্তা মো. বোরহান উদ্দীন। সভায় জেলার সরকারি-বেসরকারি দফতর কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সুশিল সমাজের প্রতিনিধিসহ সমাজের শ্রেণি পেশার নাগরিকরা উপস্থিত ছিলেন।

এছাড়াও মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কর্মী ইসরাইল হোসেন বাবু, হীরক গুণ, মোনায়েম খান, অশোক ব্যানার্জী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button