রায়গঞ্জ থেকে মো. মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের হাটপাঙ্গাসী সহ উপজেলার বিভিন্ন সড়কের দু’পাশে অবস্থিত মরা গাছের কারণে জীবনের ঝুঁকি নিয়ে পথ চলতে হচ্ছে পথ যাত্রীদের। সামান্য ঝড় বৃষ্টি বা দমকা হাওয়া বাতাসে গাছের ডাল এমনকি গাছও ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে সড়কের পাশে এমন মরা গাছ দাঁড়িয়ে থাকায় চরম ঝুঁকি নিয়ে পথ চলতে হচ্ছে পথচারীদের। যে কোনও মূহর্তে ঘটে যেতে পারে বড় ধরনের কোনও দূর্ঘটনা।
উপজেলার হাটপাঙ্গাসী মঞ্জুর আলম পান্নার বাড়ীর দক্ষিনে ও বাবলুর তাঁত ঘরের সামনে বড় একটি গাছ দীর্ঘদিন ধরে হেলে রয়েছে। যা যানবাহন চলাচলের চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়াও বিভিন্ন সড়কের দুপাশে রয়েছে অসংখ্য মরা গাছ। এ সকল সড়কে শত শত যানবাহন ও হাজার হাজার পথচারীদের চলাচল করতে হয় প্রতিনিয়ত। এমতাবস্থায় বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটার আগেই সড়কের দুপাশে হেলে পড়া ও ঝুঁকিপূর্ণ মরা গাছ গুলোদ্রত অপসারণ করা প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।