উল্লাপাড়াসিরাজগঞ্জ

উল্লাপাড়ায়  মীর ট্রাভেলসের ১২তম হাজী পূণর্মিলনী অনুষ্ঠিত

উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ায় মেসার্স মীর ট্রাভেলসের ১২তম হাজী পুর্ণমিলনী ২০২২ অনুষ্ঠিত হয়। মীর ট্রাভেলসের আয়োজনে শনিবার উল্লাপাড়া কামিল মাদ্রাসায় দিনব্যাপী এ পূনর্মিলনী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সরকারি আকবর আলী কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ সাইদুর রহমান। পূনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ জাহেদুল হক, মেসার্স মীর  ট্রাভেলসের সত্ত্বাাধিকারী আলহাজ্ব মীর মো. আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা আলহাজ আব্দুল বাতেন হিরু সহ প্রমুখ বক্তব্য রাখেন।

পূনর্মিলনী অনুষ্ঠানে বক্তরা বলেন, উল্লাপাড়া ১২তম হাজীদের পূনর্মিলনীতে আমরা খুব খুশি। গত ১ যুগ ধরে মীর ট্রাভেলস সততা,নিষ্ঠার সাথে হাজীদের সুনামের সাথে হজ কার্যক্রম পরিচালনা করে আসছে। এবং এই সময়ে মীর ট্রাভেলস হজ যাত্রী পরিবহনে সুনাম অর্জন করেছে। এটা আমাদের সিরাজগঞ্জ জেলার জন্য গর্বের।

পরে মীর ট্রাভেলসের সত্বাধিকারী মীর আব্দুল মান্নান হাজীদের নিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম,তাঁর স্ত্রী ও সংসদ সদস্য তানভীর ইমামের জন্য দোয়া  পরিচালনা করেন।

হাজী পূনর্মিলনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উল্লাপাড়া বন্যাকান্দি আলিম মাদরাসা প্রিন্সিপাল  মওলানা মো. মিজানুর রহমান।

সম্মলনে প্রায় এক হাজার হাজী অংশ নেন। মীর ট্রাভেলসের মাধ্যমে ইতিমধ্যে ৪ হাজার অধিক হাজী হজ পালন করেছে। মীর ট্রাভেলস প্রতি বছর হজ ফেতর হাজীদের নিয়ে পূনর্মিলনী ও দোয়া মাহফিলের আয়োজন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button