রায়গঞ্জসিরাজগঞ্জ

রায়গঞ্জে জমে উঠেছে কোরবানির পশুর হাট

রায়গঞ্জ থেকে মো. মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারে জমে উঠেছে পবিত্র ঈদুল আযহার কোরবানির হাট। কোরবানির হাট-বাজার গুলোতে দেশি গরুর কদর বেড়েছে। উপজেলার হাটগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। আগামী ২৯ জুন, বৃহস্পতিবার পবিত্র ঈদকে সামনে রেখে দিন দিন বাড়ছে ক্রেতাদের ভিড়।  শনিবার উপজেলার চান্দাইকোনা ও হাটপাঙ্গাসী হাটে ঘুরে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে গরুর আমদানি হচ্ছে। আমদানি হচ্ছে, ছাগল ও ভেড়াও। জমে উঠেছে জমজমাট কেনাবেচা। এছাড়াও সাপ্তাহিক হাট ও ঈদকে সামনে রেখে উপজেলার নিমগাছি, নলকা সহ বিভিন্ন এলাকায় জমে উঠেছে জমজমাট কোরবানির পশুর হাট। তবে গত বছরের তুলনায় এবার একটু দাম বেশি হওয়ায় হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। এসব হাটে আগত কোনো ক্রেতা কিংবা বিক্রেতা যাতে প্রতারণার স্বীকার না হয় এজন্য বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button