উল্লাপাড়াসিরাজগঞ্জ

জনতার হাটে অস্বাভাবিকহারে টোল আদায়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার: পশু ক্রয়-বিক্রয়ের টোল আদায়ের ক্ষেত্রে সরকারি নীতিমালা  উপেক্ষা করে উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের “জনতার হাট”- ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত হারে টোল আদায়ের অভিযোগ উঠেছে ইজারাদারদেল বিরুদ্ধে।

“জনতার হাট”-এর নতুন ইজারাদার মো. আশরাফুল ইসলাম এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে সরকারি আইন বা নিয়মের কোন রকম তোয়াক্কা না করে তিনি তার সহযোগীদের নিয়ে বাংলা নতুন বছরের শুরু থকেই গরু-ছাগল ক্রেতাদের অধিক হারে টোল দিতে বাধ্য করছেন। সরকারি নীতিমালা অনুযায়ী যেখানে টোল আদায়ের হার গরু প্রতি ২০০-৩০০ টাকা ও ছাগল প্রতি ১০০-১৫০ টাকা নির্ধারিত। সেখানে ইজারাদারের পক্ষে আদায় করা হচ্ছে গরু প্রতি ৫০০-৮০০ টাকা এবং ছাগল প্রতি ৩০০-৪০০ টাকা। সরকারি আইন অগ্রাহ্য করে টোল আদায়ে ইজারাদারের পক্ষে কিভাবে সম্ভব হলো, সেটিই এখন এই হাটের পশু ক্রেতা- বিক্রেতাদের প্রশ্ন।

এব্যাপারে ক্রেতা- বিক্রেতা অনেকের সাথেই কথা বলে জানা গেছে, বর্তমান ইজারাদার কমিটির অধিক হারে টোল আদায়ের তারা  ভোগান্তির মধ্যে পড়েছেন। এই হাটে নিয়মিত পশু কেনা- বেচার সাথে জড়িত ইউসুফ আলী ব্যাপারী বলেন, টোল আদায়ের ক্ষেত্রে সরকারি লোকজন যারা আইনের রক্ষক হয়েছেন, তারা কি বর্তমান ইজারাদারের এমন অনৈতিক কর্মকান্ড দেখতে পান না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button