উল্লাপাড়াসিরাজগঞ্জ

উল্লাপাড়ায় পাকিস্থানী হানাদার বাহিনী মুক্ত দিবস পালিত

মো. সাহেব আলী, উল্লাপাড়া প্রতিনিধি:  ১৩ ডিসেম্বর,যথাযোগ্য মর্যাদায় উল্লাপাড়ায় পাকিস্থানী হানাদার বাহিনী মুক্ত দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে বুধবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার নেতৃত্বে সকল বীর মুক্তিযোদ্ধা গণ উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন । পরে বর্ণাট্য র‌্যালি বের করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করেন । এছাড়াও প্রামাণ্যচিত্র প্রদর্শন, উপজেল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ১১ ডিসেম্বর তাড়াশের নওগাঁ যুদ্ধে মুক্তিযোদ্ধাদের কাছে পরাজিত হয় পাকিস্থানি হানাদার বাহিনী। এতে উল্লাপাড়া থানা সদরে অবস্থিত হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে (বর্তমানে এইচটি ইমাম গার্লস স্কুল) ও উল্লাপাড়া সড়ক উপ-বিভাগীয় অফিসে পাকিস্থানি হানাদার বাহিনীর ক্যাম্পের সেনারা মনোবল হারিয়ে ফেলে।

পরে মুক্তিযুদ্ধের সংগঠক ও পলাশডাঙ্গা যুব শিবিরের পরিচালক আব্দুল লতিফ মির্জার নেতৃত্বে ৫ শতাধিক মুক্তিযোদ্ধা হামিদা স্কুলে ও উল্লাপাড়া সড়ক উপবিভাগীয় অফিসে হানাদারদের ক্যাম্প আক্রমণের প্রস্তুতি নেয়। অবস্থার বেগতিক দেখে ১২ ডিসেম্বর মধ্যরাতে হানাদার বাহিনীর উল্লাপাড়া ক্যাম্পের অস্ত্রগুদামে আগুন ধরিয়ে দিয়ে নগরবাড়ী-বগুড়া মহাসড়ক পথে ঢাকার দিকে পালিয়ে যায়।

পরদিন ১৩ ডিসেম্বর পাকিস্থানী হানাদার মুক্ত হয় উল্লাপাড়া বাসি। পরে বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম সহযোদ্ধা ও সাধারণ জনগণ মিলে থানা চত্বরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button