সদরসিরাজগঞ্জ

দুর্গম চরাঞ্চলে উন্নত শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটাব-এমপি মুন্না

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ সদর উপজেলার ৮ নং কাওয়াকোলা ইউনিয়নের শারিতা হাবিবে মিল্লাত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ (সদর- কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা সরকারকে আবারও বিজয়ী করলে এই দুর্গম চরাঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক ভবনে উন্নত শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটিয়ে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবতায় প্রমান করব

তিনি আরও বলেন, ২০১৪ সালের সংসদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত হয়ে নিজ উদ্যোগে পরিদর্শন ও পর্যবেক্ষণ করে  ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন। দেখি রাস্তা নাই হাসপাতাল নাই। বিদ্যুৎ নাই। হাই স্কুল নাই। শুধু নাই এর ইউনিয়ন কাওয়াখোলা।

এমপি মুন্না বলেন, তারপর আমি এই কাওয়াকোলা ইউনিয়নের প্রায় ষোল হাজার মানুষের সুস্বাস্থ্যের জন্য তিনটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করি। বিদ্যুৎ এর লাইন টানানো হয় এবং প্রায় দুহাজার সোলার প্যানেল বিতরণ করা হয়। প্রাইমারি স্কুল স্থাপন ও চলমান নির্মাণাধীণ যার সংখ্যা ৫৯ টি। কিন্তু এখানে মাধ্যমিক বিদ্যালয় ছিল না। আমি এবং আমার সহধর্মিণীর উদ্যোগে এই সারিতা হাবিবে মিল্লাত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শুভ সূচনা করি।

রোববার ( ২৮ আগস্ট) সকালে কাওয়াখোলা ইউনিয়নের মির্জাপুর গ্রামের শারিতা হাবিবে মিল্লাত নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিফর্ম বিতরণ ও আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে একথাগুলো বলেন সিরাজগঞ্জ সদরের সাংসদ অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল আলীম ভূইয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শারিতা হাবিবে মিল্লত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শিহাব উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া মুন্সী।  তিনি বলেন, ৮ নং কাওয়াকোলা ইউনিয়নের ভৌগোলিক অবস্থায় যমুনা নদী বিধৌস্ত এবং দুর্গম চরাঞ্চল।এই ইউনিয়নের মানুষ জীবিকা ও জীবন রক্ষায় প্রকৃতির সাথে যুদ্ধ করতে হত। কিন্তু সিরাজগঞ্জ (সদর- কামারখন্দ)২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্নার স্বচেষ্টায় পিছিয়ে পড়া দুর্গম চরাঞ্চের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নতি সাধনে সক্ষম হয়েছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন থেকে অবারও বিজয়ী করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সজল, ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা মো. আলী আকবর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button