সিরাজগঞ্জ

হালিম মাস্টার এর আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হালিম ( হালিম মাস্টার ) এর আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার (১১ সেপ্টেম্বর) বাদ আসর সিরাজগঞ্জ পৌরসভার দত্তবাড়ি জামে মসজিদে কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত থেকে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া করেন মরহুমের ছাত্র, আত্মীয় স্বজন, গুণগ্রাহী, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সিরাজগঞ্জ পৌর শহরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

উল্লেখ্য আব্দুল হালিম ( হালিম মাস্টার ) গত শুক্রবার দুপুরে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে ( পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায়  মারা যান।  তার বয়স হয়েছিল  ৮৩  বছর। মৃত্যুকালে তিনি  স্ত্রী, ২ ছেলে ৩ মেয়ে রেখে গেছেন। মরহুমের সন্তান কবি আলমগীর নিষাদ ঢাকায় একটি বেসরকারি ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক হিসেবে কর্মরত রয়েছেন। এবং তার পুত্রবধু নারী নেত্রী আফ্রিনা মায়া বেসরকারি কলেজে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। এবং তিনি বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগার এর কার্যকরী পরিষদের একজন কর্মকর্তা।

মরহুম হালিম মাস্টার এর নামাজে জানাযা গতকাল রাত ৯টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। নামাযে জানাযা’য় মরহুমের ছাত্র, আত্মীয় স্বজন, গুণগ্রাহী, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ অংশ নেন। পরে তাকে মালশাপাড়া পৌর কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, জীবিতকালে হালিম মাস্টার রাণী ওয়ার্ড চেয়ারম্যান, স্বাধীনতার পর তিনি সিরাজগঞ্জ পৌরসভায় দুবার নির্বাচিত সদস্য ছিলেন। তিনি দুমেয়াদে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতির দায়িত্বও পালন করেন।

এছাড়াও তিনি দীর্ঘদিন সুজন এর সভাপতির দায়িত্ব পালন করেন। মরহুম হালিম মাষ্টার সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরীর প্রতিষ্ঠাকালিন সদস্য ও পরে লাইবেরিয়ান ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button