স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনা কমিউনিটি সাপোর্ট কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।
সভায় সভাপতি পৌর মেয়র বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবার খাতে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিয়েছেন। এক্ষেত্রে সরকারের পাশাপাশি নাগরিক সমাজের ভুমিকার রয়েছে। এসময় তিনি আরও বলেন, সমাজের বিত্তশালী ব্যক্তিগন সরকারি হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং জরুরি প্রয়োজনীয় চিকিৎসা সহায়ক সামগ্রীর জন্য অর্থ দিয়ে সহায়া দিতে পারেন। সভায় তিনি জানান, তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে প্রতি মাসে ১ লাখ ৮হাজার টাকার নগদ অনুদান দিয়ে যাচ্ছেন। এই অর্থ দিয়ে মা শিশুদের বিশেষ সেবা দেয়া হচ্ছে।
সভায় জেলা সদরের গুরুত্বপূর্ণ এই হাসপাতালের কয়েকটি সমস্যার সমাধান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ও কমিটির সদস্য সচিব ডা.কাজী মিজানুর রহমান,আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ ফরিদুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।