হেলাল আহমেদ: সিরাজগঞ্জ জেলা সদরের ২৫০ শয্যার বেগম ফজিলাতুন্নেছা মুজিব সরকারি জেনারেল হাসপাতালে কর্মচারী সংকটে রোগীদের সেবা ব্যহত হচ্ছে। হাসপাতালে নোংরা আবর্জনার কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে। রাতে নাইট গার্ড বিহীন থাকছে হাসপাতাল, রোগীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।
সিরাজগঞ্জ জেলা সদরের গুরুত্বপূর্ণ সরকারি জেনারেল হাসপাতালের ৬৫ জন কর্মচারী পদ ১লা জুলাই থেকে শূন্য রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, আউটসোর্সিংএ ২ শিফটে ৬৫ জন কর্মচারী কাজ করতো। চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ৩০ শেখ জুন শেষ হয়ে যাবার পর ১লা জুলাই থেকে কর্মচারীরা আর কাজ করছে না। শূন্য পদসমূহের কর্মচারীর মধ্যে রয়েছে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মচারী, ওয়ার্ড বয়, নাইট গার্ড, এটেনডেন্ট এবং সুইপার এর মত অতি প্রয়োজনীয় পদে মন্ত্রণালয় থেকে এই ৬৫ জন কর্মচারীর চাকরির মেয়াদ বাড়ানের করার কথা রয়েছে। কিন্তু কোন সিদ্ধান্ত পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. রতন কুমার রায় জানান, ৪র্থ শ্রেণির ৬৫ জন কর্মচারীর পদ শূন্য থাকায় এই হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ অন্যান্য কাজে সংকট সৃষ্টি হয়েছে। মেয়াদ বৃদ্ধির জন্য মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। মন্ত্রণালয় থেকে উত্তরের অপেক্ষায় রয়েছি। আশা করছি খুব দ্রুতই সমস্যার সমাধান হবে।