মন্দির ভিত্তিক শিশু ও মানুষের কার্যক্রম ষষ্ঠ পর্যায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সিরাজগঞ্জ জেলার কার্যালয়ের আয়োজনে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী ও বার্ষিক প্রতিযোগিতাদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
সোমবার (১১ মার্চ) বিকেলে শহিদ শামসুদ্দিন সম্মেলনে কক্ষে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক মো: জাকির হোসেন রানা সভাপতিত্বে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (উপ সচিব) শিক্ষা ও আইসিটি রায়হান কবির।
এসময় প্রধান অতিথি বলেন, সু-শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হওয়া সম্ভব। মেধাবী ও আলোকিত মানুষ হতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। সরকার লেখাপড়া কে গুরুত্ব দিচ্ছে। একমাত্র মেধাবীরাই পারে দেশের ভাবমূর্তি ও চলমান উন্নয়ন এগিয়ে নিতে। আজকে যারা শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কৃত হলেন তাদের কে আগামী দিনের জন্য শুভ কামনা রইলো।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী কমিটির সদস্য সাংবাদিক হীরক গুন,সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা প্রমুখ।