রায়গঞ্জ থেকে মো. মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জের রায়গঞ্জের বাশুড়িয়া গ্রামের বেলাল হোসেনের শিশু প্রতিবন্ধী রাজিয়া সুলতানাকে হুইল চেয়ার প্রদান করা হয়। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলার স্বপ্ন নিয়ে পথচলা সংগঠনের উদ্যোগে ও নাফিজা আনজুম খান বাংলাদেশের সহযোগিতায় হুইল চেয়ারটি হস্তার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, স্বপ্ন নিয়ে পথচলা সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম বাহাদুর আলী, বাশুড়িয়া কমিউনিটি ক্লিনিকের সি এইচ সি পি কাজল দাস, সদস্য জামিরুল, নয়ন, আতাউর, সাংবাদিক সাইদুল ইসলাম আবির, সুরঞ্জিত সরকারসহ আরও অনেকে। হুইল চেয়ার পেয়ে রাজিয়া সুলতানার বাবা মা বলেন, স্বপ্ন নিয়ে পথচলা সংগঠন আমার মেয়েকে হুইল চেয়ার দেওয়ায় আমরা ভীষণ খুঁশি। এ সময় স্বপ্ন নিয়ে পথচলা সংগঠনের সাফল্য কামনা করেন রাজিয়ার মা-বাবা।