সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে প্রতিবন্ধী শিশুদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ

স্টাফ রিপোর্টার : সিএসএফ গ্লোবাল এর আয়োজনে সিরাজগঞ্জে প্রতিবন্ধী শিশুদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গনপতি রায় এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের মাঝে বিনামূল্যে ৫৪টি হুইল চেয়ার বিতরণ করেন প্রেসিডেন্ট সিএসএফ গ্লোবাল ও আর্ন্তজাতিক প্রতিবন্ধীতা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. এম এ মুহিত। হুইল চেয়ার বিতরণ পূর্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট সিএসএফ গ্লোবাল ও আর্ন্তজাতিক প্রতিবন্ধীতা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. এম এ মুহিত। এছাড়া সিভিল সার্জন ডাক্তার রামপদ রায়, অতিরিক্ত পুলিশ সুপার বিশেষ শাখা সামিউল আলম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. তৌহিদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। সিএসএফ গ্লোবাল ফিল্ড প্রজেক্ট কো অর্ডিনেটর সিমিউল গালিভার ম্রং এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে এনডিপি‘র নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মো. আবুল হাসেম, সুক এর নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, এনডিপি‘র উপব্যবস্থাপক শিক্ষা ও প্রতিবন্ধীতা শিপন চন্দ্র নাগসহ প্রতিবন্ধী শিশু, জেলা প্রশাসনের কর্মকর্তা, সিএসএফ গ্লোবাল এর কর্মকর্তা ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button