সলঙ্গ প্রতিনিধি : “প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপের উদ্যোগে চলাচলের অযোগ্য ফাতেমা বেগম (৫৫) কে হুইল চেয়ার প্রদান করা হয়। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুক গ্রুপ বন্ধুদের অর্থায়নে বেতুয়া গ্রামে গিয়ে তাকে হুইল চেয়ার টি দেয়া হয়। হুইল চেয়ার বিতরণের সময় উপস্থিত ছিলেন, ফেসবুক গ্রুপের চীফ এডমিন শাহ আলম, উপদেষ্টা ও সমাজ সেবক আলহাজ্ব দেলোয়ার, উপদেষ্টা ফারুক হায়দার, উপদেষ্টা মোখলেছুর রহমান,জাহাঙ্গীর আলম প্রমুখ।
উল্লেখ্য, সলঙ্গা থানার বেতুয়া গ্রামের আকবার আলীর স্ত্রী ফাতেমা বেগম দীর্ঘ ৭/৮ বছর ধরে দুই পায়ের রগ চিকন ও ছোট হয়ে যাওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। সমাজের বিত্তবানদের কাছে একটি হুইল চেয়ারের আবেদন করলে প্রিয় সলঙ্গার গল্প ফেসবুক গ্রুপ তাদের অর্থায়নে হুইল চেয়ার ক্রয় করে ফাতেমার পাশে দাঁড়ায়।