স্টাফ রিপোর্টার : গত ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসন থেকে নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ড.জান্নাত আরা হেনরীকে সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষথেকে সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৫ জানুয়ারি) সকালে এস. এস রোডস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজলের পরিচালনায় এই অন্ষ্ঠুান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা প্রদান ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান।
প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল সামাদ তালুকদার। এসময় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ ও কামারখন্দ-২ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ ড. জান্নাত আরা হেনরী, খোকশাবাড়ী ইউপি চেয়াম্যান রাশেদুল হাসান রশিদ মোল্লা, শিয়ালকোল ইউপি চেয়ারম্যান সেলিম রেজা,কাওয়াখোলা ইউপি চেয়ারম্যার জিয়া মুন্সি সহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এসময় ড.জান্নাত আরা হেনরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কষ্ট করে নানা প্রতিকুলতার মধ্যে, নানা ষড়যন্ত্রের মধ্যে দেশ পরিচালনা করছেন। তাকে সহযোগীতা করতে হবে। দলের মধ্যে কোন বিভেদ রাখা চলবে না। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন সিরাগঞ্জে দলে কোন বিভেদ থাকবে না। ত্যাগী নেতা কর্মিদের মূল্যায়ন করতে হবে। হাইব্র্রিডদের প্রতি সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, সিরাজগঞ্জের সার্বিক উন্নয়নে, স্মার্ট বাংলাদেশ বির্নিমানে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। তিনি সবার সহযোগীতা কামনা করেন।