সদরসিরাজগঞ্জ

নব-নির্বাচিত এমপি হেনরীকে সংবর্ধিত করল পৌর আ. লীগ

গত ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসন থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য ড.জান্নাত আরা হেনরীকে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের পক্ষথেকে সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে এস. এস রোডস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদ এর পরিচালনায় সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান। এছাড়াও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ ড. জান্নাত আরা হেনরী।

এসময় সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ, মহল্লা কমিটি, কেন্দ্র কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button