সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সদ্য নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ নারীনেত্রী ড. জান্নাত আরা তালুকদার হেনরী শপথ গ্রহন পর ঢাকা হতে সিরাজগঞ্জে শনিবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় সয়দাবাদ গোলচত্বরে আগমনকালে এবং পথে পথে ফুলেল শুভেচ্ছা ফুলের পাপড়ি ছিটিয়ে সিক্ত করেন এবং অভিনন্দন জানান দলীয় নেতাকর্মীরা ও ভক্তরা।
জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দরা ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সে সময় অভ্যর্থনা অংশ নেয় পরে কার ও মোটর সাইকেল শোভা নিয়ে সন্ধ্যা ৭ টার দিকে সিরাজগঞ্জ শহরের এস. এস. রোডস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আসেন এসময়ে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য নারীনেত্রী ড. জান্নাত আরা তালুকদার হেনরীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময়ে দলীয় নেতাকর্মীরা “জয়বাংলা, জয়বঙ্গবন্ধু” ও হেনরী তালুকদারের আগমন শুভেচ্ছা স্বাগতম সহ বিভিন্ন শ্লোগানে মুখরিত করে তোলেন ।
সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে. এম. হোসেন আলী হাসান এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুস সামাদ তালুকদারের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আবু ইউসুফ সূর্য, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাড. বিমল কুমার দাস, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসহাক আলী, সৈয়দ আব্দুর রউফ মুক্তা, যুগ্ন-সাধারণ সম্পাদক অ্যাডঃ আনোয়ার পারভেজ লিমন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ আব্দুর রউফ পান্না, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির তালুকদার,, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম জুয়েল, ধর্ম বিষয়ক সম্পাদক সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তফা, উপদপ্তর সম্পাদক মহসীন খান রানা সহ অন্যান্য নেতৃবৃন্দরা দলের বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময়ে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সিরাজগঞ্জ সদর- কামারখন্দবাসীর আরো উন্নয়ন অগ্রযাত্রা ও মানবতার পাশে থাকার প্রত্যয়ে এবং মাদকমুক্ত, ,সন্ত্রাসমুক্ত , জঙ্গিবাদমুক্ত, বাল্যবিয়ে বন্ধ সহ সকল ধরনের অপরাধমূলক কর্মকান্ড বন্ধে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছি এখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাওয়ার পালা। নতুন এই অগ্রযাত্রায় সবাই আমার জন্য দোয়া করবেন ” জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি-২০২৪খ্রীঃ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর- কামারখন্দ) আসনে ১৪৫টি কেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মোছাঃ জান্নাত আরা হেনরী তার নৌকা প্রতিকে ১’লাখ ৮৪’ হাজার ৮৫৮ ভোট পেয়ে বিজয়ী হন ।
গত বুধবার(১০ জানুয়ারি-২০২৪) সকাল ১০টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সকল নবনির্বাচিত জাতীয় সংসদের জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।