সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়কে স্মার্ট বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়। গতকাল মঙ্গলবার (১৮ জুলাই ২০২৩) সকাল ১০টার সময় হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের আনুষ্ঠানিকভাবে স্মার্ট বিদ্যালয় ঘোষণা করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুলতান মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাএীদের স্মার্ট স্পান্স কার্ড ও স্মার্ট বিদ্যালয় কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন, সিরাজগঞ্জ সদর কামারখন্দ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না,
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, ডেপুটি ম্যানেজার এডুম্যান রবিউল সিদ্দিক রবিন, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছা. শামীম আরা, সহকারী শিক্ষক শামীম আরা লাজ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. সাইফুল ইসলাম, মো. তরিকুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি, সিরাজগঞ্জ সদর কামারখন্দ-২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের ও স্মার্ট শিক্ষার্থী হিসেবে গড়ে উঠতে হবে।, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক ও কলেজে পর্যন্ত ল্যাপটপ দিচ্ছেন। এর অংশ হিসেবে এই বিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থীদের কে ল্যাপটপ প্রদান করা হয়েছে। আগামী প্রজন্মকে স্মার্ট প্রজন্ম হিসাবে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রীর সফল পদক্ষেপে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোলমডেল। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।
এছাড়াও হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সুলতান মাহমুদ বলেন, ছাএীদের স্মার্ট স্পান্স কার্ডের মাধ্যমে তাদের নিয়মিত উপস্থিতি সংখ্যা। এছাড়া তারা কখন স্কুলে আসলো কখন চলে গেল। এগুলো, আমরা সহ সকল অভিভাবকরাও জানতে পারবে। আমি এই বিদ্যালয়ে সভাপতি হওয়ার পর থেকে আমার মত করে স্কুলে শ্রেণী কক্ষে প্রজেক্টরের মাধ্যমে পাঠদান এবং জরাজীর্ণ ভবনকে সুন্দর রুপে সাজিয়েছি। ভবিষ্যতে এই স্কুলের উন্নতি করব।