নিজস্ব প্রতিনিধি: নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী থেকে ৪১ জেলেকে আটক করা হয়। গত শনিবার (১৫ অক্টেবর) ভোর থেকে বিকাল ৫ টা ও সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আফসানা ইয়াসমিনের নেতৃত্বে মৎস্য বিভাগ ও থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটক ৪১ জনের মধ্যে খাষশাহজানী নাগরপুরের ০৩, বেলকুচির ০১ ও চৌহালী উপজেলার ৩৭ জন রয়েছেন। আটককৃতদের ৩০ দিন করে কারাদণ্ড এবং তাদের কাছ থেকে ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট ও ২৩ কেজি মা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য অফিসার মো. মনোয়ার হোসেন প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করে জানান, নদীতে মা ইলিশ সংরক্ষণে চৌহালী উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ৪১ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ৪১ জেলেকে ৩০ দিনের কারাদণ্ড দেয়।
অভিযানের এক পর্যায়ে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক কেন্দ্রীয় মনিটরিং সেলের সদস্যদের নিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করেন। তার সাথে ছিলেন, রাজশাহী বিভাগের মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুর রউফ, সিরাজগঞ্জ জেলা মৎস্য অফিসার মো. শাহীনুর রহমান।