সদরসিরাজগঞ্জ

৩ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাই অনুষ্ঠিত

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্যায়ে নির্বাচনে সিরাজগঞ্জ সদর, বেলকুচি ও কাজিপুর উপজেলার নির্বাচনের জন্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হয়।

বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০ টায় হতে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই অনুষ্ঠানে প্রার্থীদের মনোনয়ন বৈধ এবং বাতিল ঘোষণা করেন সিরাজগঞ্জ জেলা নির্বাচন রিটানিং অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম।

এসময়ে সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো. সিরাজুল ইসলাম সহ বেলকুচি ও কাজিপুর উপজেলার পুলিশ কর্মকর্তা, খাদ্য অফিসের কর্মকর্তা , নির্বাচন অফিসের কর্মকর্তাগণ এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

যাচাই-বাছাই অনুষ্ঠানে সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী ৬ জনের মধ্যে চেয়ারম্যান পদের এস.এম.নাছিম রেজা নুর , মো. রাশেদ ইউসূফ এবং ভাইস চেয়ারম্যান পদে মো. জিহাদ আল ইসলাম এর মনোনয়ন বাতিল করা হয়।

চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়- এস.এম.আহসান হাবীব, মো. নূরুল ইসলাম, মোহাম্মদ রিয়াজ উদ্দিন, মো. শহিদুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়, মো. আকরাম হোসেন, মো. জামাত আলী মুন্সি, মো. সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. নূরুন্নাহার খানম, মোছা. নূরে ফতিমা, মোছা. আফরীনা খাতুন।

বেলা ১২ টায় বেলকুচি উপজেলার ৪ জন চেয়ারম্যান পদপ্রার্থী ও ৬ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন যাচাই- বাছাইকালে চেয়ারম্যান পদে মো. সিরাজুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুলতানা রাজিয়া মিলন এর প্রার্থীতা বাতিল করা হয়।

চেয়ারম্যান পদপ্রার্থী মো. আমিনুল ইসলাম সরকার, মো. বদিউজ্জামান ফকির, মো. মাসুদ রানা ফকির এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ইউসুফ আলী সেখ, মো. আব্দুল আলীম, ফারুক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোছা. রত্না বেগমকে বৈধ ঘোষণা করা হয় ।

দুপুর ২টা ৩০ মিনিটে যাচাই-বাছাই পর্বে অনুষ্ঠানে কাজিপুর উপজেলার চেয়ারম্যান পদের ৩ জন প্রার্থী মো. আশরাফুল আলম, মো. আবুল কালাম আজাদ এবং খলিলুর রহমান সিরাজী, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো. শাহীনুল ইসলাম শাহীন, মো. সাইফুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোছা. শাপলা খাতুন, মোছা. জুলেখা খাতুন, মোছা, সুলতানা হক, মোছা, জান্নাতুল ফেরদৌস, মোছা, বিলকিস খাতুন কে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়।

জেলা নির্বাচন অফিসের থেকে জানা যায় যে, প্রার্থীরা নির্বাচনী হলফ নামায় তথ্য গরমিল, অভিযোগ ও অন্যান্য কারণে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয় তবে আপীল করার সূযোগ রয়েছে এবং আপীলের মাধ্যমে মনোনয়ন ফিরেও পেতে পারেন।

তফসিল অনুযায়ী ৬ষ্ঠ উপজেলা পরিষদ প্রথম ধাপের নির্বাচন মনোনয়ন যাচাই-বাছাইয়ের দিন অংশগ্রহণকারী সকল প্রার্থী , প্রস্তাবক ও সর্মথকদের উপস্থিত ছিলেন। এর আগে গত ১৫ এপ্রিল-২০২৪ খ্রী. মনোনয়ন জমা দেন।

তফসিল অনুযায়ী, ২২ এপ্রিল-২০২৪ খ্রী. প্রার্থীতা প্রত্যাহার ও ২৩ এপ্রিল প্রতিক বরাদ্দ দেওয়া হবে। আগামী ৮ মে-২০২৪ খ্রী. ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button