চৌহালীসিরাজগঞ্জ

চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনে ৭ জনের মনোনয়ন পত্র জমা

ইদ্রিস আলী, চৌহালী প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ১১২টি উপজেলায় ২৯ মে ভোট অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী ২ মে বৃহস্পতিবার তৃতীয় ধাপের নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন ছিলো। আসন্ন চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিনটি পদে মোট ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে।

এর আগে প্রার্থীরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে অনলাইনে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও সহকারী রির্টার্নিং কর্মকর্তা মাহবুব হাসান এতথ্য নিশ্চিত করে জানান, চৌহালী  উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তাজ উদ্দিন, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন  সরকার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাহফুজা খাতুন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোল্লা বাবুল আক্তার,বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সম্ভূদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাহহার সিদ্দিকী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান  মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাছরিন আক্তার ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জহুরা পারভীন জোসনা। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৬ হাজার। ৫মে প্রার্থীদের  মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৩মে বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও ২৯ মে ইভিএম এর মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button