সদরসিরাজগঞ্জ

এনডিপির ঋণ সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন উপ-পরিচালক আবু নাঈম মো. জুবায়ের খান

এনডিপি ঋণ সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর উপ-পরিচালক (প্রোগ্রাম অ্যান্ড প্ল্যানিং) আবু নাঈম মো. জুবায়ের খান। গত ২২ অক্টোবর বুধবার সিরাজগঞ্জ সদর উপজেলার এনডিপি বহুলী শাখা পরিদর্শনকালে তিনি এনডিপি’র চলমান ক্ষুদ্রঋণ কার্যক্রম, সঞ্চয় সংগ্রহ প্রক্রিয়া, মাঠ পর্যায়ের গ্রুপ সভা, সদস্যদের উদ্যোক্তা কার্যক্রম এবং ঋণ আদায় পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এছাড়াও তিনি মাঠকর্মী ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সদস্যদের জীবিকায়নমূলক কার্যক্রম ঘুরে দেখেন।
এ সময় উপ-পরিচালক সদস্যদের প্রতি নিয়মিত সঞ্চয়, সময়মতো ঋণ পরিশোধ, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন ও উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধির বিষয়ে পরামর্শ প্রদান করেন। তিনি এনডিপি’র আর্থসামাজিক উন্নয়ন কার্যক্রমের গতি আরও ত্বরান্বিত করতে মাঠকর্মীদের পেশাগত নিষ্ঠা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্ব আরোপ করেন।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এনডিপি’র ঋণ সহায়তা কর্মসূচির সহকারী পরিচালক কে. এম. শহিদুল ইসলাম, বহুলী শাখার শাখা ব্যবস্থাপক, ফিল্ড অফিসারবৃন্দ ও স্থানীয় গ্রুপ সদস্যরা। তিনি শাখার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সদস্যদের জীবনমান উন্নয়নে এনডিপি’র অব্যাহত সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, এনডিপি দীর্ঘদিন ধরে ক্ষুদ্রঋণ, উদ্যোক্তা উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button