সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে দুর্যোগ মোকাবেলায় পুলফান্ড গঠন বিষয়ক মতবিনিময় ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশের অন্যতম বৃহৎ নদী যমুনার তীরবর্তী সিরাজগঞ্জ জেলায় বন্যা সহ বিভিন্ন প্রকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্থায়ী সমাধানের লক্ষ্যে সমন্বিত প্রচেষ্ঠার অংশ হিসেবে পুল ফান্ড (মানবিক সহায়তা তহবিল) গঠনের উদ্যোগ নেয়া হয়।

এ উপলক্ষে গত বুধবার (৫ নভেম্বর) সিরাজগঞ্জ চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভবনের সম্মেলন কক্ষে পুলফান্ড গঠন ও অবহিতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিরাজগঞ্জ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান উন্নয়ন সংস্থা ও ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও আন্তর্জাতিক মানবিক সহায়তা নেটওয়ার্ক NEAR এবং বাংলাদেশের মানবিক সহায়তাদানকারী সংগঠনগুলোর নেটওয়ার্ক NAHAB এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভার্চুয়ালি সিরাজগঞ্জ পুলফান্ড এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন নীয়ার এশিয়া প্যাসেফিক প্রতিনিধি শাহীদা আরিফ।

অনুষ্ঠানে প্রধান আয়োজক হিসেবে ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং জেলা এনজিও সমন্বয় পরিষদ সিরাজগঞ্জ।

সভায় শুভেচ্ছা ও সমাপনী বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের সভাপতি সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু। সভাপতি তার শুভেচ্ছা বক্তব্যে পুলফান্ড গঠনের উদ্যোগ নেওয়ায় এবং উদ্যোগকে সফল করার জন্য NAHAB কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এসময় তিনি আরও বলেন পুলফান্ড কেবল অর্থের সমাহার নয় এটা একটি মানবিক উদ্যোগ। সিরাজগঞ্জের উন্নয়ন হচ্ছে। বেসরকারি উদ্যোগে শিল্প পার্ক হচ্ছে। মানুষের কর্মসংস্থান হবে কিন্তু এগুলোকে টিকিয়ে রাখতে মানুষের সম্মিলিত উদ্যোগ দরকার।

স্বাগত বক্তব্য ও সভার উদ্দেশ্য বর্ণনা করে জেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান বলেন, সিরাজগঞ্জ দুর্যোগ প্রবণ এলাকা। এজেলায় সরকারের পাশাপশি বিভিন্ন ধরণের ও প্রকৃতির সংগঠন মানুষের পাশে দাড়ান। কিন্তু এসব উদ্যোগগুলো আলাদা ও বিচ্ছিন্নভাবে বাস্তবায়িত হয়। এই বিচ্ছিন্ন উদ্যোগগুলোকে একসাথে করে আক্রান্ত সকল এলাকার সব মানুষকে সম্মিলিতভাবে সহায়তার করার প্রয়াশ থেকেই এই উদ্যোগ। তিনি আরও বলেন গত এক বছর যাবৎ জেলা এনজিও পরিষদ উদ্যোগ নেয়। তারই ফলশ্রুতিতে আজকে পুলফান্ড গঠন এবং তার সঠিক ব্যাবহারের জন্যই আমাদের এই উদ্যোগ। এসময় তিনি উপস্থিত সবাইকে দুর্যোগপ্রবণ এলাকার মানুষের পাশে সম্মিলিতভাবে এই উদ্যোগের মাধ্যমে দাড়ানোর আহবান জানান।

অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে নাহাব বিষয়ক আলোচনা করেন নাহাব এর সমন্বয়কারী মো. রওশন আলী।

নাহাব এর উপদেষ্টা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক বিশেষজ্ঞ আব্দুল লতিফ খান অনুষ্ঠানে সিরাজগঞ্জ পুল ফান্ড গঠনের ইতিকথা  ভার্চুয়ালি তুলে ধরেন। অনুষ্ঠানে নাহাব এর অন্যতম উপদেষ্টা ড. এহছানুর রহমান বাংলাদেশ পুলফান্ড ও নীয়ার নেটওয়ার্ক বিষয়ক বিস্তারিত আলোচনা ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। পুল ফান্ড বিষয়ক ধারণাপত্র ও পুল ফান্ড পরিচালনা কৌশল পত্র উপস্থাপন করেন এনডিপি’র উপপরিচালক কাজী মাসুদুজ্জামান।

এছাড়াও পুল ফান্ডিং বিষয়ক খসড়া কমিটি গঠন, সিদ্ধান্ত গ্রহণ ও প্রতিশ্রুতি গ্রহণ ও পরবর্তী পদক্ষেপ বিষয়ক আলোচনা করেন নাহাব উপদেষ্টা ড. এহ্ছানুর রহমান ও এনডিপি’র নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। এসময় নাহাবের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন, নাহাব সভাপতি ও ডিইউএস নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ক্যাব সভাপতি মো. শওকত আলী।

মুক্ত আলোচনা ও মতামত প্রদান করেন, সিরাজগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. আব্দুস সাত্তার, গোলাম মোস্তফা, হাজী মো. আব্দুল কাদের, সাইফুল ইসলাম, বিশিষ্ট ডা. আব্দুস সামাদ আজাদ খোকন, পিপিডি নির্বাহী পরিচালক মিসেস নাজনীন চৌধুরী, সুক এর নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক প্রবীণ সাংবাদিক মো. ইসমাইল হোসেন, রফিকুল ইসলাম শামীম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, সাংবাদিক হীরকগুণ, শফিক মোহাম্মদ রুমন, গোলাম মোস্তফা রুবেল, ছাত্র প্রতিনিধি মুনতাসীর মেহেদী প্রমুখ। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মওলানা শহিদুল ইসলাম। আয়োজকরা আশা করছেন এই তহবিল গঠনের মাধ্যমে সিরাজগঞ্জ জেলার দুর্যোগ মোকাবেলায় দীর্ঘমেয়াদি ও টেকসই উদ্যোগ বাস্তবায়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button