
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে সিরাজগঞ্জ বাসীর পক্ষ থেকে এক বিশাল গণসংবর্ধনা প্রদান করা হয়।
গত বুধবার (১২ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের রেলগেইট এলাকায় সিরাজগঞ্জ জেলা বিএনপির ও সিরাজগঞ্জ বাসীর পক্ষ পক্ষ থেকে বিশাল এক গণসংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জ ও কামারখন্দ-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ মার্কা প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি বেগম রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি,থানা বিএনপি,থানা বিএনপি,ইউনিয়ন বিএনপি সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়ছে। আমরা নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে অবশ্যই এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে পারব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সাধারণ জনগনের ভোটে ক্ষমতা আসলে বাংলাদেশের উন্নয়ন হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে আগামীর সুন্দর একটি বাংলাদেশ। সিরাজগঞ্জ জেলার একজন সন্তান হিসেবে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ -২ আসনের কাজ করা সুযোগ পেলে আরও উন্নয়ন করতে পারবো ইনশাআল্লাহ। ধানের শীষ মার্কা ভোট দিলে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হবে।তিনি আরও বলেন,দেশের সাধরণ মানুষ বিএনপি কে চাই। আমি আপনাদের সেবক হয়ে শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে চাই।
এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু শুধু দলের নিবেদিতপ্রাণ নেতা নন, তিনি সিরাজগঞ্জের গর্ব এবং বিএনপির শক্তির প্রতীক। তাঁরা আরও আশা প্রকাশ করেন তাঁর নেতৃত্বে সিরাজগঞ্জসহ সারাদেশে বিএনপি আরও ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করবে। উল্লেখ্য, সংবর্ধনা পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।





