সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন

“স্মার্ট যুব সমৃদ্ব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়। দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা যুব রেজিষ্ট্রেশনের সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত বুধবার ০১ নভেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে যুব রেজিষ্ট্রেশনের সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আজহারুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে যুব রেজিষ্ট্রেশনের সনদপত্র ও যুব ঋণের চেক প্রশিক্ষনার্থীদের মাঝে বিতরণ করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপ-সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ তোফাজ্জল হোসেন তিনি তার বক্তব্য বলেন, দেশের যুব সমাজকে বোঝা মনে না করে জনসম্পদে পরিণত করার আহ্বান জানান। তারা যুব সমাজকে শুধু চাকুরির পেছনে না ঘুরে বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে জনসম্পদে পরিণত হওয়া ও উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। মাদকের করাল গ্রাস হতে যুব সমাজকে মুক্ত রাখতে খেলাধুলা সহ বিভিন্ন সামাজিক কাজকর্মে লিপ্ত থাকার কথা বলেন। যুব শক্তিই উন্নয়নের উৎস, তারাই জাতির প্রাণ প্রবাহ বলে যুব সমাজকে অনুপ্রাণিত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায়, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে.এম হোসেন আলী হাসান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মুহাম্মদ আবুল খায়ের, জেলা এ্যাণ ও পূর্নবাসন কর্মকর্তা মো. আকতারুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি ইকবাল হোসেন, এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষণের ছাত্রী মোছা. জান্নাতুল ফেরদৌস মেধা, ও ইলেকট্রিক্যল প্রশিক্ষণের ছাত্র মো. নুরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, সিরাজগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ৮জন যুব ও যুব মহিলাদের মধ্যে যুব ঋন ৯ লক্ষ টাকা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button