বিশেষ প্রতিনিধি : ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’র এসইপি(তাঁত) প্রকল্পের আওতায় তাঁত সংশ্লিষ্ট ক্ষুদ্র উদ্যোক্তা, তাঁত কারখানার মালিক-শ্রমিক ও স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে অগ্নি নির্বাপণ মহড়া পাইকোশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইসলামনগর দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিরাজগঞ্জ এই অগ্নি নির্বাপণ মহড়া পরিচালনা করেন। অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফুজ্জামান। মূলত তাঁত উদ্যোগে অগ্নি দূর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এই মহড়ার আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দা, তাঁত কারখানার মালিক-শ্রমিক ও স্কুল-মাদ্রাসার ছাত্রছাত্রীরা উৎসাহ ও আগ্রহের সাথে মহড়ায় উপস্থিত থেকে আগুন নেভানোর বিভিন্ন কলাকৌশল রপ্ত করেন। মহড়ায় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও উপস্থিত ছিলেন প্রকল্পের টেকনিক্যাল অফিসার মো. সাখাওয়াত হোসেন, পরিবেশ অফিসার মো. মুস্তাফিজুর রহমান, রিপোর্টিং অ্যান্ড ডকুমেন্টশন অফিসার মো. আশিক আহমেদ, ফাইন্যান্স প্রকিউরমেন্ট অফিসার সুকান্ত গোলদার প্রমুখ।