সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শীর্ষতম বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজ এর রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক এর অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
সিরাজগঞ্জ সরকারি কলেজ রসায়ন বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীবৃন্দের আয়োজনে রোববার (২৪ নভেম্বর) সকাল ১১ টায় কলেজের রসায়ন বিভাগের হলরুমে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজে’র অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলাম এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র বিভাগের সহযোগী অধ্যাপক নিলুফার ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. সুলতান মাহমুদ, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর শরীফ- উস- সাঈদ প্রমুখ।
এসময়ে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হযরত আলী (ইনসিটু), সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম ভূইয়া, প্রভাষক মো. রাসেল বাবু খাজা, প্রদর্শক মো. আব্দুল হান্নানসহ রসায়ন বিভাগের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক কে রসায়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা হতে ফুলেল শুভেচ্ছা, মানপত্র এবং উপহার প্রদান করেন। এবং কলেজের “বাধন” ইউনিটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।