সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে অসমাপ্ত আত্মজীবনী পাঠক-ভাবনা লেখকদের সনদ ও বই বিতরণ

স্টাফ রিপোর্টার : মুজিব শতবর্ষে শত গ্রন্থাগারে পড়ি বঙ্গবন্ধুর বই,সোনার মানুষ হই- এই শ্লোগানকে সামনে নিয়ে বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক পাঠাগারের আয়োজনে অসমাপ্ত আত্মজীবনী পাঠক-ভাবনা লেখকদের সনদ ও বই বিতরণ করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে সারাদেশব্যাপী ১০০টি বেসরকারি গ্রন্থাগারের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ ধারাবাহিক পাঠ-কার্যক্রমের অংশ হিসেবে মাহবুবুল হক পাঠাগার থেকে অংশগ্রহণকারী পাঠকভাবনা লেখকদের মাঝে এই সনদ ও বই উপহার হিসেবে তুলে দেয়া হয়।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসকের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সনদ ও বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৩, সিরাজগঞ্জ সদর-২ এর জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এনডিপির নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর এর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বী, জেলা জাসদ সভাপতি,পাঠাগারের প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার, জেলা জাসদ সাধারণ সম্পাদক, পাঠাগারের সাধারণ সম্পাদক আবু বকর ভুইয়া, প্রেস ক্লাব সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি হেলাল আহমেদ, জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন ফারুক প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন গণগ্রন্থাগার সিরাজগঞ্জ এর জুনিয়র গ্রন্থাকারিক সজিব আহমেদ, জেলা যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক, জেলা বাসদ সভাপতি সোহরাওয়ার্দ্দী খান, প্রসুন থিয়েটার এর সভাপতি, সিনিয়র আইনজীবী মাহবুবে খোদা টুটুল, শহর কৃষক লীগ নেতা ফুলাদ হায়দার খান, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম চৌধুরি জগলু, নারী নেত্রী আফ্রিনা মায়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিমা আহমেদ, আল্পনা ভৌমিক, সিরাজগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী  হারুর রশিদ খান হাসান,  ৭১ টিভি এর প্রতিনিধি মাসুদ রেজা, আমাদের সময় ও জিটিভি এর প্রতিনিধি আমিনুল ইসলাম, মাইটিভির প্রতিনিধি মোনায়েম খান, গ্লোবাল টিভির আশরাফুল ইসলাম, সময় টিভির রিংকু কুন্ড ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি দিলীপ গৌড়,  যমুনা টিভি প্রতিনিধি গোলাম মোস্তফা রুবেল, দৈনিক যমুনা প্রবাহ এর আব্দুল মজিদ, এখন টিভির রিফাত, আরটিভি প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্চয়, বিটিভি প্রতিনিধি জয় ইসলাম, দৈনিক জনবাণী প্রতিনিধি আহসান হাবীব মুন্না, এশিয়া টেলিভিশনের জিএম ফারুক, এসএ টিভির রহমত, এটিএন এর ফেরদৌস হাসান, ভোরের দর্পন প্রতিনিধি আল আমিন, দৈনিক আজকের খবর এর জহুরুল ইসলাম, বাংলাদেশের আলো প্রতিনিধি মাকসুদা খাতুন, শহীদা খাতুন, দেশ টিভির প্রতিনিধি সায়েমউদ্দিন, ঢাকা পোষ্ট এর শুভ কুমার ঘোষ, দৈনিক কলম সৈনিক ও আরটিভি প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু, আজকের সিরাজগঞ্জ এর শাম্মী আহমেদ আজমীর, যমুনা প্রবাহ প্রতিনিধি হোসেন আলী ছোট্ট সকালের সময় প্রতিনিধি আজিজুর রহমান মুন্নাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান প্রধানসহ পাঠাগারের সদস্য ও  সমাজের বিভিন্ন শ্রেণি পেশার বই পড়ুয়া, বই প্রেমি আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন, বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগারে সভাপতি, সিনিয়র সাংবাদিক ও সিরাজগঞ্জ প্রতিদিন পএিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন।

অনুষ্ঠানের শুরুতেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের হাতে শাহাদতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্য ও অন্যান্য শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

নিরাবতা পালনের পর অসমাপ্ত আত্মজীবনী পাঠক-ভাবনা লেখকদের হাতে সংস্কৃতি সচিব ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক স্বাক্ষরিত সনদ ও বই উপহার হিসেবে তুলে দেন অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ২৩ বছরের আন্দোলনের শেষে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র নয় মাসের সশ্রস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে লাল সবুজের পতাকা ও স্বাধীন বাংলাদেশ নামক একটি দেশ ও মানচিত্র পেয়েছি আমরা। আন্দোলনের নেতা বঙ্গবন্ধুর  নেতৃত্ব ছিল বিরল।

তিনি এসময় আরও বলেন, সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশ নামক দেশকে মাথা উঁচু করে দাড়িঁয়ে দিয়েছেন জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এবং স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই পড়ার অনুরোধ জানান । এসময় তিনি বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগারকে এই ধরনের আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ পড়লে অনেক বিষয়ে আজকের প্রজন্ম জানতে পারবে।

বিশেষ অতিথি মো. আলাউদ্দিন খান বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ পড়লে ইতিহাসের অনেক অজানা বিষয় জানা যায়। বঙ্গবন্ধুকে আরও গভীর ভাবে জানা যায়। এসময় তিনি আরও বলেন জাতির পিতার গ্রন্থ পাঠের গুরুত্ব অনেক।

অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, এটা একটি ব্যক্তিক্রমি অনুষ্ঠান। আজকের সময়ে বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগার মানুষকে বই পড়তে উদ্বদ্ধ করছে। তিনি পাঠাগার কর্তৃপক্ষকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ এর উদ্যোগ  ও  পাঠক ভাবনা লেখকদের ধন্যবাদ জানিয়ে বলেন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অসরিসীম।

এসময় জেলা প্রশাসক আরও বলেন এই পাঠগারে বই পড়া কার্যক্রম ছাড়াও একদল লেখক রয়েছে। যাদের লেখা বই প্রকাশিতও হয়েছে। এধরনের উদ্যোগ সমাজ গঠনে খুবই প্রয়োজন।

অনুষ্ঠানে পাঠাগার এর পক্ষ থেকে পাঠাগার এর তিন জন কর্মকর্তার লেখা তিনটি গ্রন্থ প্রধান অতিথি বিশেষ অতিথি, সভাপতি ও সম্মানীত অতিথিদের হাতে তুলে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button