সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে হেনরী ও লাবু’র নামে অস্ত্র মামলা

সাবেক এমপি ড. জান্নাত আরা তালুকদার হেনরী ও তার স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানায় পুলিশ বাদী হয়ে রোববার রাতে মামলাটির দায়ের করে।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ৩ সেপ্টেম্বরের মধ্যে লাইসেন্সকৃত অস্ত্র জমা জমা দেওয়ার কথা থাকলেও হেনরী ও তার স্বামী লাবু মামলার কারণে বর্তমানে পলাতক। ফলে লাইসেন্সকৃত দুটি শটগান ও ১৫ রাউন্ড গুলি এখনও জমা দেননি তারা। সরকারি নির্দেশনা অমান্য করায় প্রশাসনের নির্দেশে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

সদর থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সাবেক এমপি হেনরী ও তার স্বামী লাবুর শটগান দুটির লাইসেন্স বাতিল হয়ে যাওয়ায় সেগুলো এখন অবৈধ। ফলে সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

সিরাজগঞ্জে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ-আল-আমিন বলেন, ২০০৯ সাল থেকে ৫ আগস্ট পর্যন্ত জেলা প্রশাসন থেকে ১১৭টি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। অস্ত্র জমা দেওয়ার নির্দেশনা থাকা সত্ত্বেও ৩ আগস্টের মধ্যে সকলে জমা দিলেও সাবেক এমপি হেনরি ও তার স্বামী শামীম তালুকদার লাবু অস্ত্র ও গোলাবারুদ জমা দেননি। যেহেতু তারা নির্দেশ অমান্য করেছেন তাই লাইসেন্স বাতিল করা হয়েছে। নিয়ম অনুযায়ী তারা বর্তমানে অবৈধভাবে অস্ত্র বহন করছেন। সরকার কর্তৃক ঘোষিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দেওয়ার কারণে সরকারি আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। অন্য দিকে, গত রোববার সদর উপজেলার ফুলকোচায় নির্মাণাধীন একটি মসজিদের সিঁড়ির নিচ থেকে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে দুটি শটগান, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে সদর থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button