সদরসিরাজগঞ্জ

জেলা আওয়ামী লীগের উদ্যোগে  শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপল সিরাজগঞ্জে বিশাল শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।  জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই শোক ও স্মরণ সভার শুরুতেই একমিনিট নিরাবতা পালন ও দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ শহওে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসএস রোডে এই শোক ও স্মরণ সভায় প্রধান অতিথি অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রেসিডিয়াম সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিগত বিএনপি -জামাত সরকারের আমলে উন্নয়নের নামে ফাকা আওয়াজ দিয়েছিলো। তারা উন্নয়ন করেনি তারা শুধু লুটপাট দূর্নীতি করেছিলো। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদেরকে খুনিচক্রদের জিয়াউর রহমান আসীন করে। অন্যদিকে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নেতৃত্বে দেশে একের পর এক উন্নয়ন করা হচ্ছে।

প্রধান অতিথি এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারে বাকী হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারে দাবি জানান। জাতীয় চার নেতার অন্যতম শহিদ কামরুজ্জামান এর সন্তান  মেয়র খায়রুজ্জামান লিটন আরও বলেন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না, সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে।

শোক সভার প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত) এস.এম. কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. ইসহাক আলী তালুকদার, অ্যাডভোকেট বিমল কুমার দাস, ফিরোজ ভূঁইয়া, এমপি অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, এমপি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ এমপি প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে.এম. হোসেন আলী হাসান। স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুস সামাদ তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এস.এম. আহসান হাবীব এহসান।

শোক ও স্মারণ সভায় জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সহ হাজার হাজার নারী -পুরুষের উপস্থিতি শহরের ব্যস্ততম এসএসরোড ছাপিয়ে ১নং খলিফাপট্টী, ২নং খলিফাপট্টী এলাকা জুড়ে বিশাল শোক জনসমাবেশে রূপান্তরিত হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button