স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আগামী নির্বাচনে জনগণ স্বাধীনভাবে ভোট দিবেন। যাকে খুশি তাকে দেবেন। জনগণ যদি আমাদের ভোট দেন তাহলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে। যদি আমাদের ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দেয় তাহলে তারা সরকার গঠন করবে। আমরা বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করে যাব। জনগণ যাকে ভোট দিবেন তারাই ক্ষমতায় যাবেন। বিএনপি খুনী, নৈরাজ্যকারি, সস্ত্রাসী দল, তারা স্বাধিনতা অসাম্প্রদায়িক বাংলাদেশকে বিশ্বাস করে না আইনর শাসন মানে না উল্লেখ করে তিনি বলেন,তারা জনগণের হ্নদয় থেকে বিচ্ছিন্ন হয়েগেছে। তারা, স্বাধিনতা ও ৭৫-হত্যা কান্ডের খুনীদের পক্ষের।বিএনপি উন্নয়ন ব্যহত করে ধর্মের নামে সাম্প্রদায়িক দেশ বানাতে চায়। কিন্তু জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে যার কারনে আন্দোলন জমেনি তাদের আন্দোলনেজন সম্পৃক্তা নেই। জনগণ আছে আওয়ামী লীগের উন্নয়নের রাজনীতির সাথে।
গত রোববার, ৯ জুলাই বিকেলে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা চাই সুষ্ঠু নির্বাচন। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এই নির্বাচন যারা বাধা দিতে আসবে, ভংগুল করতে আসবে আমরা দেশের জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করবো।
জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা টিটোর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত , সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ ও সলঙ্গা আংশিক) আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুল আজিজ প্রমুখ।