শাহজাদপুরসিরাজগঞ্জ

শাহজাদপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

শাহজাদপুর প্রতিনিধি: ‘সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পালকি বাহক আদিবাসীদের আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়। গত বুধবার সকালে জাতীয় আদিবাসী পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার আয়োজনে এ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌরসদরের বাগদীপাড়া থেকে নারী পুরুষ সম্বলিত র‌্যালি শহরপ্রদক্ষিণ করে বাগদী পাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এসময় বক্তব্য রাখেন, শুকুমার বাগদী, হীরা বাগদী, মনো বাগদী, বাবলু বাগদী, সুনীল, মেঘলা ও শিবু বাগদী।

বক্তরা বলেন, ১৮৯০ সালে শাহজাদপুরের জমিদারী দেখাশুনার কাজে কবিগুরু শাহজাদপুরে এসেছিলেন। এখানে জমিদারি তদারকীর কাজে তিনি বিভিন্ন স্থানে পালকিতে ভ্রমণ করতেন। শাহজাদপুরের আসার সময় এ ভ্রমণের জন্য কবিগুরু ভারতের বর্ধমান জেলা থেকে আমাদের ৯টি আদিবাসী বাগদি পরিবারকে সাথে নিয়ে এসেছিলেন। সেই থেকে আমাদের শাহজাদপুরে বসবাস। আমাদেরকে এখানে বসবাসের জন্য ৩ বিঘা ১৩ডিসি জায়গা বরাদ্দ দেয়া হয়। সরকার বিভিন্ন সময় তাদের অফিসের প্রয়োজনে আমাদের জায়গা নিতে নিতে এখন মাত্র ১৩ডিসি জায়গা আছে। এই ১৩ডিসি জায়গার মধ্যে আমরা প্রায় ৪৫টি পরিবার মানবেতর ভাবে জীবন যাপন করছি। সরকারের কাছে আমরা পরিবার পরিজন নিয়ে সুস্থ্য ভাবে বেঁচে থাকার ব্যবস্থা করতে আকুল আবেদন জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button