সিরাজগঞ্জর রায়গঞ্জে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় আশা প্রজেক্টের আওতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
“স্মার্ট ফোন শিক্ষার্থীদের জন্য আশির্বাদ নয়,বরং অভিশাপ” এ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে পাঙ্গাসী লায়লা-মিজান স্কুল এন্ড কলেজের ৫ জন শিক্ষার্থী এবং গ্রাম পাঙ্গাসী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী।
গতকাল ১৯ নভেম্বর মঙ্গলবার পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. রেজাউল করিম।
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, এনডিপির উপ-পরিচালক (এমএন্ডই) ও আশা প্রজেক্টের ফোকাল পারসন কাজী মাসুদুজ্জামান, পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল করিম সেখ, চকনুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী পারভীন, গ্রাম পাঙ্গাসী বালিকা উচ্চ বিদ্যালযের সহকারী শিক্ষক মো. হযরত আলী প্রমুখ।
প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন পাঙ্গাসী ইউনিয়নের কমিউনিটি এডুকেশন ওয়াচ কমিটির সভাপতি এবং পাঙ্গাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন সরকার। বিতর্ক প্রতিযোগিতার সার্বিক তত্বাবধানে ছিলেন এনডিপি এর প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ। এ প্রতিযোগিতায় গ্রাম পাঙ্গাসী বালিকা উচ্চ বিদ্যালয় দল বিজয়ী হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।