সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সরকারি কলেজে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছরের পূর্তিতে আলোচনা সভা

সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এঁর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত রোবরার (২৮ মে) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজের শেখ কামাল অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর টি. এম. সোহেল।  তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর জুলিও কুড়ি পদক প্রাপ্তি বাংলাদেশকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছিল। বিশ্ব শান্তি পরিষদ প্রদত্ত ‘জুলিও কুরি’ শান্তিপদক ছিল জাতির পিতার কর্মের স্বীকৃতি। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার অবদানের মূল্যায়ন। জুলিও কুরি পদকপ্রাপ্তি ছিল বাংলাদেশের জন্য প্রথম কোনো আন্তর্জাতিক সম্মান। এ মহান অর্জনের ফলে জাতির পিতা বঙ্গবন্ধু থেকে হয়েছেন বিশ্ববন্ধু। সদ্য স্বাধীন রাষ্ট্রের জন্য এ পদক ছিল বিরাট এক সাফল্য। এ পদকপ্রাপ্তি আন্তর্জাতিক বিশ্বে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। বাংলাদেশকে বিভিন্ন দেশ ও সংস্থার দ্রুত স্বীকৃতি পেতে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. সুলতান মাহমুদ, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. শরীফ -উস- সাঈদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্বাধীনতা আহবায়ক প্রফেসর টি.এম.আব্দুল কাদের।

আলোচনা সভায় কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক নিলুফার ইয়াসমিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহিন আলম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর মো. ইয়াসিন আলী, দর্শন বিভাগের প্রভাষক মো. তরিকুল ইসলামসহ সকল বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও প্রভাষকগণ, কলেজ ছাত্রলীগ শাখার সহসভাপতি সজীব সেখ,বিজয় হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ মুন্না, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জীবন সেখ, নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button