সিরাজগঞ্জে অন্যতম সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর কমিটি গঠন প্রস্তুতিমূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ৮ টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের এস. বি ফজলুল হক রোডস্থ কাঁচামালের আড়ৎ এর দ্বিতীয় তলায় ভবনে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদস্য সচিব এস. এম আল- আমীন এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি শফি মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ফেরদৌস হাসান তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শের আলোয় আলোকিত হয়ে (জিসাস) কে আরো বেশি শক্তিশালী হতে নিঃস্বার্থ ভাবে কাজ করে যেতে হবে তাহলেই আগামীর স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব। তিনি আরো বলেন,আমরা জুলাই আগস্ট আন্দোলন ভুলে যাইনি। আন্দোলনে কীভাবে নিরীহ শিক্ষার্থীদের পাখির মত হত্যা করেছে। যারা ফ্যাসিবাদের দালাল তাদের সঙ্গে কোনো আপস করা হবে না।’
অনুষ্ঠানে সভাপতি শফি মাহমুদ তিনি বলেন, দেশ থেকে ফ্যাসিবাদীরা পালিয়ে গেলেও ফ্যাসিবাদের মূল এখনও রয়ে গেছে। যদি এটিকে চুড়ান্তভাবে নির্মূল করতে না পারি তাহলে আমাদের লক্ষ্য অর্জন হবে না। কারণ ফ্যাসিবাদকে সুযোগ দেয়া মানে শত শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা।
এসময় উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য আব্দুল মমিন, মো. আব্দুল গাফার, মো. লেবু, মো. জুয়েল রানা সনি, মোছা. শাপলা খাতুন, মো. শফি খন্দকার, মো. নয়ন তালুকদার, মো. আব্দুস সালাম, মো. রুহুল আমিন, পায়েল, শিল্পী নজরুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, মো. হাসিবুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে সংগঠন এর পক্ষ থেকে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী, পায়েল, মো. আবুল কাসেম, মো. নজরুল ইসলাম মো. সুজন, বিপ্লব হোসেন তালুকদার, মো. জামাল উদ্দীন, মো. আব্দুস সালাম, এস এম আল- আমীন, আব্দুস সালাম, আব্দুল জলিল, আনোয়ার হোসেন, বাউল শিল্পী সুরাইয়া খাতিন।