সিরাজগঞ্জে নারী ও শিশু নির্যাতন, মানবপাচার ও যৌতুক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার দুপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে ফিল্ড অফিসার হাবিবুল্লাহ এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায়। আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের ফিল্ড সুপারভাইজার মহিউদ্দিন খান, ফিল্ড সুপারভাইজার মো. আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা তরিকুল ইসলাম।