সিরাজগঞ্জ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে গলা টিপে হত্যা করায় পৌরসভা নতুন ভাঙ্গাবাড়ী মহল্লার হাজী আব্দুর রহিমের ছেলে নিহত আশফাক হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রোববার (২৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় কোর্ট চত্বর এলাকায় মানবন্ধন ও জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর নিহতের স্বজনেরা দ্রুত গ্রেফতার চেয়ে স্মারকলিপি প্রদান করে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মির্জা ফারুক আহমেদের সভাপতিত্বে এসময় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,
অ্যাড নাসিরুদ্দিন, অ্যাড.নুর মোহাস্মাদ, আব্দুস সালাম খান, সাবেক কাউন্সিলর শাহাদত হোসেন, মাওলানা মকবুল হোসেন, সোহার্দাী খান, শরিফুর ইসলাম খান, ইউসুফ আলী পুতুল, আব্দুল মতিন, সালাউদ্দিন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তাং, গাজী মির্জা ফারুক আহমেদ, রাকিবুল, হাফিজ খান, জামায়াত নেতা রাজু, অধ্যাপক মাহবুব বিন জলিল কিরনসহ গ্রামের সহস্রাধিক জনসাধারণসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের নলিছা পাড়া হাজী রহিম ফ্লাওয়ার মিলের পাশে পাওনা টাকা চাওয়ায় সিরাজগঞ্জে রহিম ফ্লাওয়ার মিলের মালিক আশফাক (৩৫) নামের এক ব্যবসায়ীকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এর আগে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সকাল থেকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে ঘন্টা ব্যাপী বিক্ষোভ করছে স্বজন ও স্থানীয়রা।
নিহত আশফাক পৌরসভার নতুন ভাঙ্গাবাড়ী মহল্লার হাজী আব্দুর রহিমের ছেলে।
নিহতের স্বজনেরা জানান, দীর্ঘদিন ধরে আমাদের ফ্লাওয়ার মিল থেকে একই এলাকায় এঞ্জেল ফুডস্ নামে বিস্কুট কারখানার মালিক ময়দা নিত। এইর ধারাবাহিকতায় প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার বাকি হয়। এই পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে গলা টিপে হত্যা করে পালিয়ে গেছে কারখানার মলিক ও শ্রমিকেরা। পরে স্থানীয়রা তাকে মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে শহরের আভিসিনা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এবিষয়ে ওই ফ্যাক্টরির থেকে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি দ্রুত খতিয়ে দেখা হচ্ছ।