চৌহালীসিরাজগঞ্জ

২২ দিনের জন্য মা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

ইদ্রিস আলী, চৌহালী প্রতিনিধি: দেশের নদী গুলোতে মা ইলিশ মাছ শিকারের ক্ষেত্রে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে রোববার ১৩ অক্টোবর মধ্যরাত থেকে। শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী ৩ নভেম্বর মধ্যরাত পর্যন্ত নদীর বিভিন্ন মহনায় জারি থাকবে। মা ইলিশের প্রজনন নিরাপদ করতে প্রতি বছর আশ্বিন মাসে অমাবশ্যা ও পূর্ণিমা মাঝে রেখে এ নিষেধাজ্ঞা দেয় মৎস্য অধিদফতর। এই সময়ে মা ইলিশ ধরা, কেনাবেচা ও পরিবহন পুরোপুরি নিষিদ্ধ।

চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো, তানভীর হাসান মজুমদার বলেন, আশ্বিন মাসে ৮০ ভাগ ইলিশের পেটে ডিম আসে। শুধু মিঠা পানিতে ডিম ছাড়ার কারণে এ সময় ইলিশ সাগরের নোনাজল ছেড়ে নদী মুখী হয়। পূর্ণিমা ও অমাবস্যায় পানি বৃদ্ধি পাওয়ায় ঝাঁকে ঝাঁকে নদীতে আসে মা ইলিশ। প্রজনন নিরাপদ করতে প্রতিবছর এই সময়ে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা দেন সরকারের পক্ষ থেকে। এ বছর ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ বন্ধ থাকবে। অন্য মাছ ধরার অজুহাতে ইলিশ আহরণ ঠেকাতে এই সময়ে জেলেরা নদীতে যেতে পারবেন না।

ইতিমধ্যে আমরা সরকারের পক্ষ থেকে চৌহালীতে বকনা বাছুর, ২৫ কেজি করে চাউল দেয়া হয়েছে যাতে জেলেরা নদীতে না নামে। গত দুই দিনে আমরা নদীতে কোনো জেলেকে মা ইলিশ ধরতে দেখিনি।

মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা থাকায় ইতোমধ্যে নৌকাসহ মাছ ধরার সরঞ্জামাদি নিয়ে বাড়িতে অন্য কাজে ব্যস্ত সময় পার করছে জেলেরা। উপজেলা মা ইলিশ রক্ষা টাস্কফোর্স কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শওকত মেহেদী সেতু বলেন, আইন অনুযায়ী, নিষেধাজ্ঞা থাকা কালীন ইলিশ মাছ আহরণ ও বিক্রি করলে দায়ী ব্যক্তি সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানাসহ উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। আগামী ২২ দিন উপজেলার যমুনা নদীর চৌহালী উপজেলার সদিয়াচাদপুর ও স্থলচর থেকে মানিকগঞ্জ জেলার দৌলতপুরের চরকাটারি পর্যন্ত ৩৫-৪০ কিলোমিটার এলাকায় কোনো জেলে নদীতে নামতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button