সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সিত্রাংয়ের প্রভাবে উঠতি রোপা আমন, সবজিসহ বিভিন্ন ফসলের ক্ষতি

বীর মুক্তিযোদ্ধা মো. শাহাদত হোসেন ফিরোজী: সিত্রাংয়ের প্রভাবে দিনভর প্রবল বর্ষন ও দমকা বাতাসে জেলায় উঠতি রোপা আমন ও  সবজিসহ বিভিন্ন ফসলের   ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা-আধাপাকা রোপা আমন ধান মাটিতে লুটিয়ে পড়ায় নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের সবজি নষ্ট হয়ে যাওয়ার খোলা বাজারে প্রভাবসহ দাম বেড়েছে।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তর সুত্রমতে জেলার ৯টি উপজেলায় প্রায় এক হাজার হেক্টর রোপা জমির আমন, বীজতলা,  চীনা বাদাম, বিভিন্ন ধরনের সবজিসহ কাচা মরিচের ক্ষতি হয়েছে। এতে অনেক কৃষক ক্ষতির মুখে পরার আশঙ্কা দেখা দিয়েছে।

এব্যপারে সিরাজগঞ্জ সদর উপজেলার   শিয়ালকোল এলাকার কৃষক আব্দুল হামিদ, ঘোড়চরা এলাকার সবজি চাষী হারুন অর রশিদ জানান  দমকা বাতাস ও বৃষ্টিতে জমির ধান ও বিভিন্ন ধরনের সবজি হেলে  পরেছে এতে আমরা ক্ষতির আশংকা করছি। ২/১ দিনের মধ্যে জমির পানি না নামলে বড় ধরনের ক্ষতির কথা তারা জানান ।

এবিষয়ে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা বলেন প্রবল বাতাস ও বৃষ্টিতে উপজেলার  প্রায় ১২০ হেক্টর জমির রোপা আমন হেলে পরেছে । ২/৩ দিনের মধ্যে আবহাওয়া ভালো হলে   ক্ষতির পরিমান কম হবে বলে তিনি জানান ।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান তার উপজেলায় মোট ২৮ হেক্টর জমির শীতকালীন সবজি, মাসকলাই, কাচা মরিচ ও রোপা আমন ধান হেলে পরেছে। এব্যাপারে কৃষকদের জমি থেকে পানি বের করে দেয়ার পরামর্শ দেয়া হচ্ছে । এছাড়াও কৃষকদের এসময় জমিতে কোন প্রকার সার ও কীটনাশক ব্যাবহার না করার পরামর্শ দেয়া হচ্ছে।

 সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোস্তম আলী জানান সদর উপজেলায় ৫৮ হেক্টর জমির রোপা আমন, চিনা বাদাম, মাসকলাই ও বিভিন্ন ধরনের সবজি হেলে পরেছে। এব্যাপারে কৃষকদের জমির পানি অপসারনের পরামর্শৃ দেয়া হয়েছে । ২/১ দিনের মধ্যে রোদ হলেএ সকল ফসলের  ক্ষতির পরিমান কম হবে বলে জানান তিনি ।         

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা (সংযুক্তি) শামিনুর ইসলাম শামীম জানান মাঠ পর্যায়ে ফষলের  ক্ষতি পরিমান নির্ণয়ের কাজ চলছে। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাগন কৃষকদের এ বিষয়ে পরামর্শ দিচ্ছেন ।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button