বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’র উদ্যোগে এবং সিটি ব্যাংক এর বিশেষ সিএসআর ফান্ড হতে জামালপুর জেলায় কৃষকের চাষের উপকরণ বিতরণ করা হয়। গত ১০ নভেম্বর, শুক্রবার, জেলার জামালপুর সদর, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলার ৬০০ প্রান্তিক কৃষিজীবী পরিবারকে সবজি ও মাঠ ফসল চাষের উপকরণ সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়। আর্থিক এ প্রতিষ্ঠানটি কৃষকের চাষের জন্য বিভিন্ন ধরনের কীটনাশক, মাইক্রোনিউট্রিয়েন্ট ও সহায়ক কৃষি উপকরন প্রদান করেন। যা মূলত ভূট্টা, শরিসা, ধান ও গম উৎপাদনের ব্যবহৃত হয়ে থাকে।
জামালপুর জেলার দরিদ্র এসকল কৃষক বিনামূল্যে চাষের উপকরণ হতে পেয়ে অত্যান্ত খুশি। এজন্য এ অঞ্চলের মানুষ সিটি ব্যাংক ও এনডিপিকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় সিটি ব্যাংক (জামালপুর) এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. খাইরুল ইসলাম, স্থানীয় প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাংবাদিক দোলন বিশ্বাস, স্কুল শিক্ষক মো. ওবায়দুল্লাহসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।